এমপিওভুক্তির ফাইল আটকিয়ে ঘুষ দাবির অভিযোগে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৯ পিএম, ২৩ মার্চ,শনিবার,২০২৪ | আপডেট: ০৩:৩৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
নানা অভিযোগে সিলেটের কানাইঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে দুদকের প্রধান কার্যালয় থেকে চারটি সরকারি দফতরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়েছে।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, সিলেটের কানাইঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষকদের এমপিওভুক্তির আবেদনের ফাইল আটকিয়ে ঘুষ দাবির অভিযোগ পায় দুদক। অভিযোগ পেয়ে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। এছাড়া অভিযোগকারী শিক্ষকদের নিকট থেকে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয় এবং তাদের আবেদনের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত রেকর্ড গ্রহণ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা সাপেক্ষে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদকের এনফোর্সমেন্ট টিম।
অপরদিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপকের (প্রশাসন) বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের WPPF/BPPE এবং এফডিআরের ইন্টারেস্টসহ টাকা আত্মসাতের অভিযোগ পায় দুদক। অভিযোগ আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযোগের বিষয়ে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। এতে অর্থ আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। রেকর্ডপত্র বিশ্লেষণ করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।