ছাদ চুইয়ে পানি পড়ায় এজলাস ছাড়লেন বিচারপতিরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৩ পিএম, ২১ মার্চ,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০১:০২ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস কক্ষে ছাদ চুইয়ে পানি পড়ার কারণে এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান বিচারপতিরা। যার ফলে ১৫ মিনিটের মতো বিচারকাজ বন্ধ ছিল।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আপিল বিভাগের রেজিস্ট্রার মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আপিল বিভাগে বিচারকরা এজলাসে বসে বিচারকাজ শুরু করেন। এর মধ্যে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের আসনে ছাদ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছিল। বিষয়টি প্রধান বিচারপতির নজরে এলে তিনি সব বিচারপতি নিয়ে এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান।
এরপর পুনরায় বিচারকাজ শুরু হলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেন, ছাদটি ইঞ্জিনিয়ার দিয়ে ভালো করে দেখানো উচিত। জবাবে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আজকে থেকে ইঞ্জিনিয়াররা কাজ শুরু করবে।