সীমান্ত এলাকায় আজও গুলির শব্দ, ক্ষণে ক্ষণে বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৩ পিএম, ১৯ মার্চ,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৩:০৮ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
মিয়ানমার সীমান্তঘেঁষা এলাকা কক্সবাজারের টেকনাফের হ্নীলায় আজও গোলাগুলির শব্দ ভেসে আসছে। নাফনদের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে এ সংঘাত চলছে।
স্থানীয়রা জানান, কিছুক্ষণ পরপর ভারী অস্ত্রের গুলির শব্দ পাওয়া যাচ্ছে। একবার শুরু হলে প্রায় আধা ঘণ্টা ধরে গুলি চলছে। ক্ষণে ক্ষণে মর্টার শেলের বিস্ফোরণে কাঁপছে সীমান্তের গ্রামগুলো।
সোমবার (১৮ মার্চ) মধ্যে রাত থেকে উপজেলার হ্নীলা ইউপির ফুলের ডেইল ও ওয়াব্রাং এলাকার দিয়ে পর পর মিয়ানমারের মর্টার শেল বিস্ফোরণ শব্দ ভেসে আসে এপারে। কিছু দিন শান্ত থাকার পর যা রোববার (১৭ মার্চ) রাত ৯টার থেকে শুরু হয়। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার (১৯ মার্চ) সীমান্তের বাসিন্দা ওয়াব্রাং এলাকার কবির আহমেদ বলেন, ‘সোমবার রাত ১২ থেকে বিকট শব্দ আসছে। প্রায় ঘণ্টা দেড়েক চলে গোলাগুলি। এতে বাড়িঘর কেঁপে ওঠে। বাড়ির শিশুরা ঘুম থেকে উঠে যায়। আমরা এলাকাবাসীরা অনেক আতঙ্কে আছি।’
ফুলের ডেইলের বাসিন্দা মোহাম্মদ জুবায়ের হোসেন বলেন, ‘এ ধরনের গোলাগুলির আওয়াজ সব সময় শোনা যায়। তবে আগের চেয়ে আজকে অনেক বেশি আসছে।’
হ্নীলা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম বলেন, ‘রাত ১২টার পর থেকে শুরু হয়েছে এখনও চলমান রয়েছে, বিকট শব্দ আসছে এবং গত রাতে তারাবির নামাজের পরে আমরা পানের দোকান বসেছি। তখন হঠাৎ মিয়ানমারের ওপার থেকে এপারে কয়েকটি গুলির আওয়াজ এসেছে। মনে হয়েছে যেন মাটি কেঁপে উঠেছে।’
হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘পর পর বিকট শব্দ আসছে। আমি নিজেও শুনেছি। গত দুদিন ধরে এমন পরিস্থিতি বিরাজ করছে। রাতে যে পরিমাণ শব্দ শোনা যাচ্ছে, দিনে তেমনটা শোনা যায় না। সীমান্তের মানুষের মধ্যে এখনও উদ্বেগ কাজ করছে।’