বিএনপি কাউকে ইফতার দেয় না, শুধু খায় : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৪ পিএম, ১৮ মার্চ,সোমবার,২০২৪ | আপডেট: ০২:০৪ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপি কাউকে ইফতার দেয় না, নিজেরা শুধু ইফতার পার্টি খায় মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইফতার পার্টিতে গিয়ে আল্লাহ রাসুলের নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়।
সোমবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে আওয়ামী লীগ। আমরা ইফতার পার্টি করব না, সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেব। বিএনপি শুধু ইফতার পার্টি খায় আর আওয়ামী লীগ শুধু খাওয়ায়।
দ্যব্যমূল্য বৃদ্ধির বিষয়ে শেখ হাসিনা বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে মুদ্রাস্ফীতি ও নিত্যপণ্যের দাম বাড়ছে।
সরকারপ্রধান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলা থেকেই মানুষের কল্যাণে কাজ করতেন। মানুষের প্রতি অগাধ বিশ্বাসের পরও
১৯৭৫ সালে ১৫ আগস্ট বাঙালির হাতে প্রাণ দিতে হয় তাকে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ছিল রোববার (১৭ মার্চ)। সেই সঙ্গে দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসেবে পালিত হয়।
জাতির এই মহান নেতা ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।