ভারতের চেয়ে বাংলাদেশের নাটক গুণে মানে অভিনয়ে সমৃদ্ধ : কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৭ পিএম, ১৮ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০২:৫৪ এএম, ১২ জানুয়ারী,রবিবার,২০২৫
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশের নাটক গুণে-মানে, অভিনয়ে, সংলাপে অনেক সমৃদ্ধ। সংস্কৃতি নিয়ন্ত্রণের কোনো বিষয় নয়। শেখ হাসিনার সরকার অভিনয়ের কালো আইন তুলে দিয়েছে।
আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ অভিনয় শিল্পী সঙ্ঘ আয়োজিত সাধারণ সভা সম্মিলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতি উদ্বেগ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের বিভক্ত রাজনীতিতে সেতু তৈরি না হয়ে দেয়াল উঁচু থেকে উঁচু হচ্ছে। এই অলঙ্ঘনীয় দেয়াল ভেঙে সম্প্রীতির সেতু তৈরি করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের অস্তিত্বের জন্য জীবনধারায় ও গণতন্ত্র চর্চার জন্য রাজনীতিতে সেতু নির্মাণ আবশ্যক হয়ে উঠেছে।
অভিনয় শিল্পী সঙ্ঘের সভাপতি আহসান হাবিব নাসিমের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন অভিনয় শিল্পী মামুনুর রশিদ, তারিক আনাম খান, দিলারা জামান, ডলি জহুর, শহিদুল আলম সাচ্চু ও আমিনুল হক চৌধুরী।
পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন।