ভোটারদের কেন্দ্রে আসতে এলাকায় মাইকিং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩২ এএম, ১ ফেব্রুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০৮:০৭ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপনির্বাচনে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ৫ থেকে ৭ শতাংশ ভোট পড়েছে। সব কেন্দ্রই ফাঁকা। ভোটের আগ্রহ কম থাকায় বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে।
ভোটারদেরকে ‘মা-বাবা, ভাই বোন’ ডেকে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ করছেন প্রার্থীরা।
সরাইল উপজেলার দামাউরা গ্রামে ব্যাটারি চালিত অটোরিকশায় করে বিভিন্ন অলিগলিতে এমন অভিনব মাইকিং করা হচ্ছে। এতেও ভোটারদের মধ্যেও তেমন একটা আগ্রহ বাড়েনি।