প্লেয়াররা মাঠে না থাকলে নির্বাচন ভালো হবে না : ইসি আনিসুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৭ পিএম, ২৯ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০৫:২১ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, ‘সবাইকে নির্বাচনে অংশগ্রহণের জন্য বর্তমান কমিশন তথা আমরা প্রথম থেকেই আহ্বান জানিয়েছি এবং আমরা আশাবাদী সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনে অংশগ্রহণ করা সব দলের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। তারাই হলো মাঠের প্লেয়ার। তারা মাঠে না থাকলে কিন্তু নির্বাচন ভালো ও সুন্দর হবে না।
তিনি বলেন, ‘কারণ দুই পক্ষ যদি সমানে সমান না হয়, আমরা যতই লেভেল প্লেয়িং ফিল্ড করি তারপরও যদি পক্ষ না থাকে তাহলে কিন্তু লেভেল প্লেয়িং আর থাকবে না। সে কারণেই এখনও আমাদের আহ্বান, সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। সবার কাছ থেকে আমরা সহযাগিতা চাইব, যেন সুস্থ, সুন্দর, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারি।’
আজ রবিবার দুপুরে চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম এম সফিউল্লার বাসভবন প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইভিএম প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আগের কমিশন দেড় লাখ ইভিএম কিনেছিল। এসব ইভিএম দিয়ে দেশের অনেক নির্বাচন হয়েছে। কিছু ইভিএম অকেজো রয়েছে। আমরা সবগুলো ইভিএম যাচাই করছি। যাচাই শেষে ইভিএমগুলো পুনরায় নির্বাচনের কাজে ব্যবহার করা হবে।’
তিনি আরও বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিবেশ তৈরি করতে যা যা করা দরকার তাই করবে কমিশন। এরপর কেউ না এলে, সে বিষয়ে কমিশনের আইনি বাধ্যবাধকতা নেই। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আনিসুর রহমানের সহধর্মিণী সালমা রুপালী, জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পাঁচ শতাধিক অসহায় ও দুস্থের মাঝে কম্বল বিতরণ করা হয়।