কর্মীর অপকর্মের দায় দল নেবে না : ভূমিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫১ এএম, ২৭ জানুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৪:২২ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, কারও খারাপ কাজের দায়িত্ব আমি নেব না। একইভাবে নেতাকর্মীরা যদি খারাপ কাজে জড়িত হয়, তাহলে তার দায়িত্ব দল নেবে না। দেশ উন্নত হচ্ছে, একই সঙ্গে আনোয়ারার সার্বিক উন্নয়ন হচ্ছে। আমি কোনো অন্যায় করার জন্য মন্ত্রী হইনি, সুতরাং কোনো অন্যায়কারীকেও আশ্রয় দেব না।
আজ শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে দুধকুমড়া গ্রামে মরহুম রাহাত উল্লাহ জামে মসজিদে নামাজ আদায় করতে গিয়ে মুসল্লিদের উদ্দেশে এসব কথা বলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের দলাদলি চলবে না। ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন, সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম, ওসি মির্জা মোহাম্মদ হাসান, আওয়ামী লীগ নেতা ফজলুল করিম চৌধুরী বাবুল, হাফেজ আবুল হাসান কাশেম।
চেয়ারম্যানদের মাঝে উপস্থিত ছিলেন নোয়াব আলী, আমিন শরীফ, এম এ কাইয়ুম শাহ, অসিম কুমার দেব। এ ছাড়া ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট ইমরান হোসেন বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন, সম্পাদক মঈনউদ্দিন খোকন, ইউপি সদস্য তৌহিদুল আলম উপস্থিত ছিলেন। পরে ভূমিমন্ত্রী জুমার নামাজ আদায় শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।