রমজানে শক্ত ব্যবস্থা নেবেন, ডিসিদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪০ পিএম, ২৫ জানুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০১:৪৭ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
রমজানে দ্রব্যমূল্য ইস্যুতে ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে জেলা প্রশাসকদের শক্ত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ বুধবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন তিনি এ নির্দেশ দেন। পরে এ বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, আমি আমার সেশনে দুই মিনিট পেয়েছি। সেখানে বলেছি, রমজান মাস সামনে, আপনারা সরকারের হাত। আপনারা খেয়াল রাখবেন, কেউ যাতে সুযোগ না নেয়। শক্ত ব্যবস্থা নেবেন। একই সঙ্গে বলেছি ভোক্তাদের অধিকারের বিষয়ে তাদের সচেতন করতে হবে। এছাড়া কোরবানির সময় পশুর চামড়ার দাম না পাওয়া নিয়ে ডিসিদের সতর্ক থাকতে বলেছেন বাণিজ্যমন্ত্রী। চামড়ার দাম নিয়ে কোনো ছিনিমিনি খেলা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে বলেছেন তিনি। বাণিজ্য প্রসারের জন্য ডিসিদের সহযোগিতা দরকার রয়েছে বলে জানান মন্ত্রী। নিত্যপণ্যের বাজার মনিটরিং নিয়ে কী ব্যবস্থা নেয়া হবে- জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপণ্যের বাজার নিয়ে ডিসিরা সতর্ক থাকবেন। তারা সরকারের হাত। সরকারের সব পদক্ষেপ তাদের বাস্তবায়ন করতে হয়।