রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ কাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪০ পিএম, ২৩ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৯:৪৬ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা নিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামীকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (২৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আমরা সংসদ সচিবালয় থেকে সময় পেয়েছি। আগামীকাল দুপুর ২টায় স্পিকার মহোদয়ের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সাক্ষাৎ করবেন। সাক্ষাতে বিস্তারিত আলোচনা আনতে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব।’
এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানিয়েছিলেন, সিইসির সাক্ষাতে রাষ্ট্রপতি নির্বাচনের বিস্তারিত সিডিউল নিয়ে আলোচনা হবে। যে দিন ভোটের তারিখ হবে ওই দিন একটি বৈঠকের সময় ঠিক করা হবে। ওই বৈঠকে নির্বাচনী কর্তা (সিইসি) সভাপতিত্ব করবেন। যদি রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকেন তাহলেই কেবল ওই বৈঠকটি বসার প্রয়োজন পড়বে। আর একক প্রার্থী হলে সেটার দরকার হবে না। নির্বাচন কমিশন আইন অনুযায়ী একক প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবে।