বিএনপি নেতৃত্বের পতন চায় দেশের জনগণ : কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১০ পিএম, ২২ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০৪:১৫ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
দেশের জনগণ বিএনপি’র নেতৃত্বের পতন চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘সরকারের পতন নয়, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ বিএনপির নেতৃত্বের পতন চায় দেশের জনগণ।’
আজ রবিবার (২২ জানুয়ারি) রাজধানীর সড়ক ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্ব সঙ্কটের মধ্যেও সরকার সবকিছু সামাল দেয়ার চেষ্টা করছে। এ সঙ্কটে বিশ্বের অন্যান্য দেশে বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করে, সরকারকে সহযোগিতা করে। কিন্তু আমাদের দেশে বিএনপি সরকারকে সহযোগিতা না করে সঙ্ঘাতে যাচ্ছে।’
আগামী নির্বাচন গ্রহণযোগ্য ও অংগ্রহণমূলক হবে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। আওয়ামী লীগ সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে।’ তিনি শক্তি প্রমাণে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।
এর আগে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের ১৬তম সভায় সভাপতিত্ব করেন ওবায়দুল কাদের। সভায় বাস রুট রেশনালাইজেশনের জন্য রাজধানীতে চারটি বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত ও সমন্বিতভাবে প্রকল্প নেয়ার জন্য কমিটি গঠন করা হয়।