জ্বালানি বিভাগের নতুন সচিব খায়রুজ্জামান মজুমদার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৭ এএম, ৩ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১১:৫৫ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদারকে জ্বালনি ও খনিজ সম্পদ বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (০৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেনকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দিয়ে পৃথক একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে সচিব পদটি শূন্য হয়। তারপর এই পদে খায়রুজ্জামানকে নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।