বিএনপির জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে মামলা চলবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৪ পিএম, ২ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৫:২৩ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের বিবরণ নোটিশ দেয়া সত্ত্বেও দাখিল না করায় দুদকের মামলা স্থগিত করে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত। এর ফলে বিচারিক আদালতে তার বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এসময় আদালতে দুদকের পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজিম। জয়নুল আবদিন ফারুকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। জয়নাল আবদিন নিজের, স্ত্রী ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পদ সম্পত্তি দায়-দেনা আয়ের উৎস ও তা অর্জনের বিবরণ দাখিল না করায় দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক মো. আমিনুল ইসলাম ২০০০ সালের ১৯ জানুয়ারি তার বিরুদ্ধে মিরপুর থানায় মামলা দায়ের করেন। এ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন আবেদন করলে আদালত ২০১০ সালের ১ জুন রুল জারি করেন এবং মামলার ওপর স্থগিতাদেশ দেন। সে স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য দুদকের পক্ষে আবেদন করা হয়।