স্বাগত ২০২৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩০ এএম, ১ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০১:২৫ এএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
‘মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা/...বৎসরের আবর্জনা দূর হয়ে যাক’ রবীন্দ্রনাথ ঠাকুর এভাবেই নতুন বছরকে স্বাগত জানিয়েছেন। ইংরেজি নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পৃথক পৃথক বাণী দিয়েছেন।
আজ ১৭ পৌষ কুয়াশার চাদর ভেদ করে পূর্বাকাশে নতুন সূর্যের আলোয় পুরনো গ্লানি-জরা ধুইয়ে-মুছে ক্যালেন্ডারের পাতায় নতুন বছরের সূচনা হবে। স্বাগত ২০২৩। হ্যাপি নিউ ইয়ার (শুভ নববর্ষ)।
নতুন বছরের প্রথম দিন আজ। প্রকৃতির নিময়েই পূর্বাকাশে উঠেছে নতুন সূর্য। অতীতের হিংসা-বিদ্বেষ পেছনে ফেলে, সৌহার্দ্য-সম্প্রীতির সম্মিলনে এগিয়ে যাওয়ার প্রথম দিন। গতকাল শনিবারের সূর্যাস্তের মধ্য দিয়ে কালের গর্ভে হারিয়ে গেছে ২০২২ সাল। আজকের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হলো ২০২৩ সালের দিনপঞ্জি।
২০২২ সাল দেশের মানুষের জন্য ছিল অস্থিরতার বছর। নানাবিধ সংকট, সংশয়, অস্থিরতা, অঘটন, উত্তেজনা, অনিশ্চয়তা, ভোগান্তি, বিতর্ক, প্রাপ্তি-অপ্রাপ্তি আর বৈশ্বিক মহামারি করোনা আতঙ্কের মধ্য দিয়ে কেটে গেছে আরেকটি বছর। মাঠের রাজনীতি নিস্তেজের মধ্যেই বিভিন্ন ইস্যুতে হঠাৎ হঠাৎ উত্তাপ, রাজনৈতিক হানাহানি, ইউনিয়ন পরিষদ নির্বাচনি সহিংসতায় প্রাণহানি, জ্বালানির দাম বৃদ্ধিতে জনগণের ভোগান্তি, ভাড়া বৃদ্ধির নামে নৈরাজ্যকর পরিবহন খাত, শিক্ষার্থী আন্দোলন, পণ্যমূল্য বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ, সড়ক ও নৌদুর্ঘটনার মিছিল ইত্যাদিতে কেটেছে বছরটি। বছরজুড়েই ভোট-গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এবং দেশি-বিদেশি গণমাধ্যমে বিতর্ক।
ইংরেজি নববর্ষ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। গতকাল বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত বাণীতে বলা হয়, ‘ইংরেজি নববর্ষ-২০২৩ উপলক্ষে দেশবাসীসহ বিশ্ববাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ইংরেজি নববর্ষ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক-এই কামনা করি। শুভ নববর্ষ। নতুন বছর আসে নতুন বার্তা নিয়ে। গেল বছরের সকল গ্লানি, হতাশা, অপ্রাপ্তি ঝেড়ে ফেলে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে ইংরেজি নববর্ষ-২০২৩ কে স্বাগত জানাচ্ছে বিশ্ববাসী। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে। বিশ্ব শান্তির লক্ষ্যে কাজ করতে হবে একতাবদ্ধ হয়ে। বাংলাদেশের জনগণ ইংরেজি নববর্ষ-২০২৩ কে স্বাগত জানাচ্ছে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত দেশে গণতন্ত্র এবং সুশাসনকে আলিঙ্গন করার প্রত্যয় নিয়ে। বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার, সুশাসন ফিরিয়ে আনার অঙ্গীকার নিয়ে জনগণ আজ মরণপণ লড়াইয়ে লিপ্ত।
নতুন বছরে বাংলাদেশ দুঃশাসনমুক্ত হোক, গণতন্ত্রের আলোয় উদ্ভাসিত হোক, জনগণের ভোটাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা হোক এবং আওয়ামী কর্তৃত্ববাদী দুঃশাসনে ভেঙেপড়া রাষ্ট্রকাঠামো সকলে ঐক্যবদ্ধভাবে মেরামতের মাধ্যমে জনপ্রত্যাশিত শক্তিশালী গণমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন এবং প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে একটি ঐক্যবদ্ধ জাতি প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু হোক এই আমাদের প্রত্যাশা। ইংরেজি নতুন বছর-২০২৩ সকলের জন্য হয়ে উঠুক আনন্দময়, সাফল্য ও সমৃদ্ধির, এ কামনা করি।’