আজ বড় দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১০ এএম, ২৫ ডিসেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৬:৫৯ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
আজ ২৫ ডিসেম্বর বড় দিন। এ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাণী দিয়েছেন।
আজ শনিবার বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত বাণীতে বলা হয়, বড়দিন উপলক্ষে বাংলাদেশসহ বিশে^র সকল খ্রিষ্টান ধর্মাবলম্বীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করি। প্রতি বছর ২৫ ডিসেম্বর খ্রিষ্টানদের সবচেয়ে বড় এই উৎসব পালন করা হয়।সত্য, ন্যায় ও করুণার পথ প্রদর্শক যীশু খ্রিষ্ট এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। তাই খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ। যুগে যুগে মহামানবগণ মানুষকে অনুপ্রাণিত করেছিলেন ন্যায় ও কল্যাণের পথে চলতে। যীশু খ্রিষ্টও একইভাবে তার অনুসারীদের সৎকর্ম ও ন্যায় প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে গেছে।
উৎসব সর্বজনীন। প্রতিটি উৎসবই মানুষের অনন্দময় সত্তার জাগরণ ঘটায়। ধর্ম যার যার রাষ্ট্র সবার এই নীতিতে বিশ্বাস করে বিএনপি। প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা ও অধিকার ভোগ করবে। হিংসা বিদ্বেষ পরিহার করে সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং সব ধরনের অন্যায় অবিচার প্রতিরোধে ব্রতী হওয়া সকলের কর্তব্য। বড়দিনের সকল কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন তিনি।