দেশে মুক্তিযুদ্ধবিরোধী কোনো দল থাকবে না : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৬ পিএম, ২০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:০৯ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, দেশে সরকার থাকবে, বিরোধী দল থাকবে, কিন্তু মুক্তিযুদ্ধবিরোধী কোনো দল থাকবে না এবং স্বাধীনতাবিরোধী কোনো দল থাকবে না।
আজ মঙ্গলবার জেলা পরিষদের অনিমা চৌধুরী অডিটোরিয়াম হলরুমে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের মুক্তিযুদ্ধবিরোধীদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। তাদের আর কোনো ছাড় দেয়া হবে না। তিনি আরও বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। শুধু পরিবর্তন নয়, রূপান্তর করা হবে।
ডা. দীপু মনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে। শিক্ষার্থীরা নতুন বছরেই হাতে বই পাচ্ছে। গরীব শিক্ষার্থীরা বৃত্তি পাচ্ছে। সবই জননেত্রী শেখ হাসিনার জন্য। জনগণের জন্য ডিজিটাল বাংলাদেশ গড়েছেন তিনি। তরুণ প্রজন্মের জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন। আমরা সৌভাগ্যবান যে, আমাদের একজন শেখ হাসিনা আছেন। তার দূরদর্শিতায় দেশ এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুস, নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান মো. সাজেদুর রহমান খান উপস্থিত ছিলেন। এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. নিজামউদ্দিন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আবদুস সালাম হাওলাদার।