রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বমোড়লদেরও দায়িত্ব আছে : পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩০ এএম, ১৮ ডিসেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৯:৫৩ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, মিয়ানমারের আন্তরিকতার অভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরি হচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসন বাংলাদেশের একার কাজ নয়, বিশ্বমোড়লদেরও দায়িত্ব আছে। তাদের আন্তরিকতার ঘাটতির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হচ্ছে। এটিই প্রত্যাবাসনে দেরি হওয়ার মূল কারণ।
আজ রবিবার (১৮ ডিসেম্বর) সকালে সিলেট নগরের একটি কমিউনিটি সেন্টারের সামনে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের হুইলচেয়ার ও সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে সুবিধাবঞ্চিতদের হুইলচেয়ার ও সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগে নিয়েছেন দেশে কেউ দরিদ্র থাকবে না। ২০৩০ সালের মধ্যে দেশে অতি দারিদ্র্যের সংখ্যা ৩ শতাংশের নিচে নিয়ে আসার কাজ চলছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ব্যবস্থাপক তারেক মাহমুদ সজীবসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।