ফারদিনের মৃত্যুতে র্যাব-ডিবির বক্তব্যের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪০ এএম, ১৬ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:২২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বুয়েট ছাত্র ফারদিনের রহস্যজনক মৃত্যু নিয়ে র্যাব ও গোয়েন্দা সংস্থার বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এ বিষয়ে র্যাব ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথা বলুন।
আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস স্মরণে রাজধানীর রাজারবাগ শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন পরামর্শ দেন।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
আসাদুজ্জামান খান বলেন, আমার মনে হয় ফারদিনের মৃত্যু নিয়ে আমাদের র্যাব, ডিবি, সুন্দর করে বিশ্লেষণ করে কথা বলেছে। কাজেই আপনাদের কিছু জানার থাকলে তাদের কাছ থেকে জেনে নিন।
শীতলক্ষ্যা থেকে বুয়েটের ফারদিনের লাশ উদ্ধারের ৩৭ দিন পর গত বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান দাবি করেন, ফারদিন ‘আত্মহত্যা’ করেছেন র্যাবের দাবিও একই। তবে তারা আত্মহত্যা না বলে বলেছে স্বেচ্ছামৃত্যু।
তবে র্যাব ও ডিবির বক্তব্য মানতে নারাজ ফারদিনের বাবা। তিনি বলেছেন, তার ছেলে আত্মহত্যা করতে পারে না। আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে।