বুয়েট ছাত্র ফারদিন আত্মহত্যা করেছে : দাবি ডিবির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৫ পিএম, ১৪ ডিসেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ১২:৫২ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশকে হত্যা করা হয়নি; বরং তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ।
আজ বুধবার (১৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন তিনি।
হারুন অর রশীদ বলেন, বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করে বোঝা যাচ্ছে তাকে হত্যা করা হয়নি, আত্মহত্যা করতে পারেন বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ বিষয়ে ব্রিফ করবেন।
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর রাত থেকে নিখোঁজ হন বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ। এর তিন দিন পর গত ৭ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।
লাশ ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানান, তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তাকে হত্যা করা হয়েছে।
লাশ উদ্ধারের দুই দিন পর ১০ নভেম্বর ফারদিনের বান্ধবী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রী আমাতুল্লাহ বুশরাসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে রামপুরা থানায় মামলা করেন ফারদিনের বাবা নূর উদ্দিন রানা।