শিগগিরই জ্বালানি তেলের দাম কমছে না : জ্বালানি উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৮ পিএম, ১১ ডিসেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০২:২২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
দেশের বাজারে শিগগিরই জ্বালানি তেলের দাম কমছে না বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
আজ রবিবার (১১ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজি (এমআইএসটি) আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিশ্ববাজারে স্থিতিশীলতা ফিরলেই দেশে তেলের দাম কমানো হবে উল্লেখ করে তৌফিক-ই-ইলাহী বলেন, ‘বর্তমানে বিশ্ববাজারে তেলের দাম ৭০ থেকে ৮০ ডলারে নেমেছে, তা আবার কালকেই ১২০ ডলারে উঠে যেতে পারে। সুতরাং জ্বালানির দাম একটু বুঝে শুনে নির্ধারণ করতে হবে।’
সম্প্রতি বিদ্যুতের গ্রাহক পর্যায়ে দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে প্রস্তাব দিয়েছে বিতরণ কোম্পানিগুলো৷ এ বিষয়ে তিনি বলেন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে বিতরণ কোম্পানিগুলোর আবেদনের বিষয়ে বিইআরসি সিদ্ধান্ত নেবে।