এডিসিসহ ডিএমপির ছয় কর্মকর্তা বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৭ পিএম, ১ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:১২ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার পদ মর্যাদার এক কর্মকর্তাসহ মোট ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) ও মঙ্গলবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাকিবুল ইসলাম খানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন ডিভিশন) হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া পরিদর্শক (ওসি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তা ডিএমপির উত্তরা বিভাগের উত্তরখান থানার ওসি মো. মজিবুর রহমানকে মতিঝিলের গোয়েন্দা বিভাগে, লাইনওআর কাজী মইনুল ইসলামকে ডিএমপির প্রসিকিউশন বিভাগে, লাইনওআর মো. সেলিমুজ্জামানকে লালবাগ গোয়েন্দা বিভাগে, লাইনওআর স্বপন কুমার মিস্ত্রীকে সিটি ইনটেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে, লাইনওআর মো. নাসির উদ্দিনকে উত্তরা বিভাগের উত্তরখান থানায় বদলি করা হয়েছে।