হাইকোর্টে আগাম জামিন পেলেন ইশরাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৯ পিএম, ৩০ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:০৫ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বরিশালে বিএনপির সমাবেশে যাওয়ার পথে গৌরনদীতে হামলা-ভাঙচুরের মামলায় হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
আজ বুধবার (৩০ নভেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো.আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাককে প্রধান আসামি করে দলটির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে গত ৫ নভেম্বর মামলা করেন গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাঢ়ী।
মামলার পরে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলালউদ্দিন গণমাধ্যমকে জানান, পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। মামলায় ইশরাক হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া গৌরনদী উপজেলার বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু, সজল সরকার ও জাফরসহ নামধারী ৭০ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।