বিএনপির সমাবেশে সহযোগিতা করছে সরকার : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫২ এএম, ২৩ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০২:১২ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপি যাতে সমাবেশ করতে পারে সরকার সে ব্যাপারে সহযোগিতা করে আসছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ বুধবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, সরকার নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করেছে বলেই বিএনপি নির্বিঘ্নে সমাবেশ করতে পারছে। অথচ বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের সমাবেশে তারা গ্রেনেড হামলা করেছে।
মন্ত্রী বলেন, সমাবেশের নামে ১০ ডিসেম্বর তারা একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চায়। দেশের মানুষ সেটি হতে দেবে না। ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে পাহারায় থাকবে আওয়ামী লীগের কর্মীরা।
বিএনপির সঙ্গে জঙ্গি গোষ্ঠী আছে জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, জঙ্গিগোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। সমাবেশের নামে বিশেষ পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে তারা। বিএনপির সমাবেশ এবং জঙ্গি গোষ্ঠীর মাথাচাড়া দিয়ে ওঠা একই সূত্রে গাঁথা।
আওয়ামী লীগের সমাবেশ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে ৯ ডিসেম্বর কিংবা ১০ ডিসেম্বরও সমাবেশ করতে পারে। তবে সেক্ষেত্রে আওয়ামী লীগ শৃঙ্খলা বজায় রেখেই সমাবেশ করবে।
তিনি আরও বলেন, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বাস-ট্রাক মালিক সমিতি যানবাহন চালাবে কিনা সেটি তাদের ব্যাপার।