জাপানের কাছে বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ : জাপানি রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০০ পিএম, ১৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:১৯ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জাপানের কাছে বাংলাদেশ বাজেট সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি।
আজ বৃহস্পতিবার দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ইতো নাওকি।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বৈঠকে জাপানে প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আরও জানান, জাপান বিষয়টি সক্রিয় বিবেচনায় নিয়েছে। তবে কী পরিমাণ সহায়তা চাওয়া হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাননি।