বিএনপিকে এখন ছাড় দিচ্ছি, ডিসেম্বরে দেব না : সেতুমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪২ পিএম, ৫ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১০:৫৩ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে এখন ছাড় দেয়া হচ্ছে কিন্তু আগামী ডিসেম্বরে আর ছাড় দেয়া হবে না। ডিসেম্বরে রাজপথ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দখলে থাকবে, বিএনপি থাকবে না। ডিসেম্বরে রাজপথ হবে আমাদের, আওয়ামী লীগের রাজপথ।
আজ শনিবার (০৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে মধ্যবাড্ডা ইউলুপের কাছে প্রধান সড়কে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ডিসেম্বরে খেলা হবে, প্রস্তুত হয়ে যান। বিএনপিকে এখন ছাড় দেয়া হচ্ছে কিন্তু আগামী ডিসেম্বরে আর ছাড় দেয়া হবে না।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান। তত্ত্বাবধায়ক সরকার আদালত বাতিল করে দিয়েছেন। এ তত্ত্বাবধায়ক সরকার জাদুঘরে চলে গেছে। তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না।
সমাবেশ আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ খ ম বাহা উদ্দিন নাসিম, দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ ও মহানগরের নেতারা।