প্রধানমন্ত্রীর নামে ভুয়া প্রকল্প, কোটি টাকা আত্মসাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩০ পিএম, ২৬ অক্টোবর,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:২৬ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে গাজীপুরের কালীগঞ্জে ‘বঙ্গবন্ধু থিম ও থিংক পার্ক’ এবং ‘হাসুমণির সম্প্রতি’ নামে শিক্ষাবৃত্তি ও চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে শতাধিক নারীর কাছ থেকে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে দুই বোনের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন- উপজেলার মোক্তারপুর গ্রামের আবুল হাসেমের মেয়ে শাহানাজ খন্দকার শাহীন (৪০) ও খন্দকার সালমা শওমী (৩৫)। জানা গেছে, কোনো পদ-পদবি না থাকলেও এই দুই বোন নিজেদের ‘মহিলা লীগ নেত্রী’ বলে পরিচয় দেন। ঘটনাটি গাজীপুরের কালীগঞ্জে ঘটেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যৌথ স্বাক্ষরে অভিযোগ করেছেন প্রতারণার শিকার দক্ষিণ সোম গ্রামের নাজমিন আক্তারসহ শতাধিক ভুক্তভোগী নারী। অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসসাদিকজামান।
ইউএনও বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগী নারী এবং অভিযুক্তদের নোটিশ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় অভিযোগের শুনানিকালে বাদীপক্ষের বক্তব্য শুনেছি। বিবাদীগণ শুনানিতে উপস্থিত না হওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।’
অনুসন্ধানে জানা গেছে, শাহীন ও শওমী পাঁচ-ছয় বছর আগে কালীগঞ্জ বাজারের দেওয়ান মার্কেটে ‘বঙ্গবন্ধু থিম ও থিংক পার্ক’ এবং প্রধানমন্ত্রীর ডাকনাম অনুসারে ‘হাসুমণির সম্প্রীতি’ প্রকল্পের আলাদা সাইনবোর্ড লাগিয়ে অফিস খোলেন। বড় বোন প্রকল্পের চেয়ারম্যান ও ছোট বোন এমডি বলে পরিচয় দিতেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে অফিস খুলে মোটা বেতনে চাকরি, রেশন, পেনশন ও শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার প্রলোভন দেখান তারা। এই ফাঁদে পা দেন শ শ নারী। সদস্য ভর্তির নামে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন দুই বোন।
নাজমিন আক্তারসহ ভুক্তভোগীরা জানান, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে প্রকল্প দেখিয়ে কালীগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বাজার এলাকার দেওয়ান মার্কেট ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে অফিস খোলেন খন্দকার সালমা শওমী ও শাহানাজ খন্দকার শাহীন নামের সহোদর দুই বোন। তারা শিক্ষাবৃত্তি ও চাকরিসহ বিভিন্ন সুবিধা দেয়ার প্রলোভন দেখিয়ে স্থানীয় শ শ নারীর কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নেন। এছাড়া ওইসব প্রকল্পে স্থানীয় স্বনামধন্য নারীদের উপদেষ্টা ও সদস্য দেখিয়ে সাধারণ নারীদের সঙ্গে প্রতারণার করেছেন।
মোক্তারপুর গ্রামের রিমা আক্তার (৩৫) জানান, শিক্ষাবৃত্তি ও চাকরি দেবেন বলে তার মাধ্যমে এলাকার চার শতাধিক নারীকে সদস্য করা হয়েছে। জনপ্রতি নেয়া হয়েছে ৪০০ টাকা। এখনও প্রতিশ্রুতি পূরণ করছেন না দুই বোন। যেহেতু তার মাধ্যমে টাকা দেয়া হয়েছে, তাই সদস্যরা তার বাড়িতে গিয়েই টাকা ফেরত চাইছেন। এতে অতিষ্ঠ হয়ে স্বামীও তাকে বাড়িছাড়া করেছেন। বাবার বাড়িতে গেলে সেখানেও সদস্যরা ঝামেলা করছেন। তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন।
আরেক ভুক্তভোগী কালীগঞ্জ পৌর এলাকার দিলরুবা আক্তার (৩৩) বলেন, ‘হাসুমণির সম্প্রীতি’ প্রকল্পের ‘শাহীনস টিউটোরিয়াল’-এ মাসিক ২২ হাজার টাকা বেতন, এক হাজার টাকা হাজিরা বোনাস, রেশন এবং তিন বছর পর তিন লাখ ১৫ হাজার টাকা পেনশন সুবিধায় লোক নিয়োগের কথা শুনে আমি যোগাযোগ করি। ২০ হাজার টাকা জামানত নিয়ে আমাকে নিয়োগ দেয়া হয়। দুই-তিন মাস পর ‘প্রতিষ্ঠান সরকারি হয়ে যাচ্ছে’ বলে আরো ৩০ হাজার টাকা দাবি করেন তারা। অভাবের কারণে ওই টাকা দিতে পারিনি। পরে চাকরি করলেও আমি বেতন পাইনি।’
টিউরী গ্রামের নুসরাত ফারজানা লোপা (২৭) জানান, শাহীনস টিউটোরিয়ালে ৩১০ জন নারীকে চাকরির প্রলোভন দেখিয়ে ২০ থেকে ৫০ হাজার টাকা করে নিয়েছেন ওই দুই বোন।
বক্তারপুর এলাকার দিপালী রানী দাস (৩০) অভিযোগ করেন, ‘গবেষণা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু থিম ও থিংক পার্ক নামের প্রকল্পে স্থানীয় শিক্ষার্থীদের তিন বছর প্রতি মাসে ৮০০ টাকা বৃত্তি দেয়ার ঘোষণা দেন দুই বোন। তিন-চারজন শিক্ষার্থীকে তিন-চার মাস লোক-দেখানো বৃত্তিও দেয়া হয়। এ কথা ছড়িয়ে পড়লে শ শ নারী ৪০০ টাকা ফি দিয়ে সদস্য হন। কিন্তু বৃত্তি আর দেয়া হয়নি।’
পানজোরা গ্রামের ভুক্তভোগী আতিকা বেগম বলেন, ‘নানা প্রলোভনে চাকরি দেয়ার পর ওই দুই নারী আমাদের নানা শর্ত জুড়ে দেয়। প্রতি সদস্যের প্রত্যেককে ৫টি করে কেন্দ্র তৈরি করে তাতে নতুন নতুন সদস্য সংগ্রহ করতে বলে। প্রতি সদস্য ফরম ও নিবন্ধনসহ প্রত্যেকের কাছ থেকে ৪শ টাকা করে দাবি করা হয়।’
বাহাদুরসাদী এলাকার সোনিয়া আক্তার বলেন, ‘আমরা প্রতারণার শিকার হয়ে চাকরির জন্য দেয়া টাকা ও বেতন চাইতে গেলে উল্টো খন্দকার সালমা শওমীর স্বামী তিলক দেওয়ান আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিয়ে বেড়াচ্ছে। আমাদের বিরুদ্ধে অশ্লীল কথা লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিচ্ছে। এমনকি তাদের কাছে জমা রাখা আমাদের ছবি দিয়ে পর্নো ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়ারও হুমকি দেয় তিলক দেওয়ান।’
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য নিতে পৌর এলাকার দেওয়ান মার্কেটে তাদের অফিসে গিয়ে তা বন্ধ পাওয়া যায়। পরে খন্দকার সালমা শওমীর ব্যবহৃত মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করলেও কথা বলেননি। অপর অভিযুক্ত শাহানাজ খন্দকার শাহীনের ব্যবহৃত মুঠোফোনে কল দিলে তিনি পরিচয় জানার পর সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. বাদল হোসেন বলেন, ‘আমার ওয়ার্ড এলাকায় অফিস নিয়ে প্রতারণা করায় ভুক্তভোগী নারীরা আমার কাছে বিষয়টি মৌখিকভাবে অভিযোগ জানায়। পরে আমি তাদের লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে পরামর্শ দেই।’
এ ব্যাপারে স্থানীয় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জুয়েনা আহমেদ বলেন, ‘আমার অজান্তেই তারা আমাকে তাদের সদস্য করেছে। পরে তারা বিভিন্নজনের কাছে আমি ওদের সঙ্গে আছি জানিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগী নারীরা আমাকে বিষয়টি জানালে আমি স্থানীয় সংসদ সদস্য ও ইউএনওকে তা অবহিত করি। তারা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন।’
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেন, ‘স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছি। পরে এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমি ইউএনও সাহেবকে বলেছি।’
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসসাদিকজামান বলেন, ‘এ ঘটনায় প্রতারণার শিকার দক্ষিণ সোম গ্রামের নাজমিন আক্তার বেশ কয়েকজনের স্বাক্ষরসহ একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে শুনানির জন্য বাদী ও বিবাদীদের নোটিশ প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১টায় শুনানি হয়েছে। বাদীপক্ষ উপস্থিত ছিল। আমি তাদের বক্তব্য শুনেছি। বিবাদীগণ উপস্থিত না হওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানার ওসিকে অনুরোধ করেছি।’