অবসরে দুই অতিরিক্ত সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৭ পিএম, ২৫ অক্টোবর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:২৮ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
চাকরি থেকে অবসরে গেছেন অতিরিক্ত সচিব পদমর্যাদার দুই সরকারি কর্মকর্তা।
আজ মঙ্গলবার পৃথকভাবে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তাদের মধ্যে একজন মঙ্গলবার অবসরে গেছেন, আরেকজন ৯ অক্টোবর অবসরে গেলেও আজ প্রজ্ঞাপনে জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. শফিকুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১) (ক) অনুযায়ী ২৫-১০-২০২২ তারিখ হতে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. রেজাউল করিমকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১) (ক) অনুযায়ী ৯-১০-২০২২ তারিখ হতে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।