গাইবান্ধার নির্বাচন বন্ধ করা সঠিক ছিলো : সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৫ পিএম, ১৯ অক্টোবর,
বুধবার,২০২২ | আপডেট: ০২:৪৩ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, আইন মেনে গাইবান্ধার উপনির্বাচন বন্ধ করা সঠিক ছিলো।
আজ বুধবার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে ২টার দিকে এ কথা বলেন তিনি।
বন্ধ ঘোষিত গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন নিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সচিবদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বর্তমান সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
বৈঠকে সাবেক তিন সিইসি আব্দুর রউফ, কে এম নূরুল হুদা, কাজী রকিব উদ্দীন আহমদ এবং তিন কমিশনার এম সাখাওয়াত হোসেন, রফিকুল ইসলাম, কবিতা খানমসহ ১৩ জন অংশ নিয়েছেন।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইসি সচিব মোহাম্মদ সাদিক, মোহাম্মদ আবদুল্লাহ, সিরাজুল ইসলাম, হেলাল উদ্দীন আহমেদ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী ও মোখলেছুর রহমান।
সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকে বর্তমান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, আনিছুর রহমান, মো. আলমগীর উপস্থিত ছিলেন। অন্য নির্বাচন কমিশনার আহসান হাবির বর্তমানে দেশের বাইরে আছেন।