সামাজিক সম্প্রীতি বিনষ্টের জন্য দায়ী কতিপয় কিছু অমানুষ : হুইপ স্বপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৯ পিএম, ২৪ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১০:০২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, ধর্মীয় উগ্রবাদ শুধু সামাজিক সম্প্রীতি বিনষ্টের কারণে নয়, এর জন্য দায়ী কতিপয় কিছু অমানুষ। তারা ধর্মকে অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে উসকে দিয়ে অরাজকতা ও জঙ্গীবাদের দিকে ধাবিত করে। এটিকেই পুজি করে সেই মহল নিজেদের স্বার্থ হাসিল করছে।
আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট কালেক্টরেট মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এক বিশাল সামাজিক-সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা (আ.লীগ সরকার) মামলা হামলা দিয়ে বিরোধী দল দমন করার রাজনীতি করিনা। লাঠি নিয়ে দাড়িয়ে রাস্তা দখলের রাজনীতি করিনা। আমরা মানুষের মন দখলের রাজনীতি করি।
জেলা প্রশাসক শরীফুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ.লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা চেয়ারম্যান এস.এম সোলায়মান আলী, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল ও জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোমিন আহম্মেদ চৌধুরী, এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, গোলাম হক্কানী, ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, আক্কেলপুর পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, কালাই পৌর মেয়র রাবেয়া সুলতানা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন, পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধ বিহার এন্ড কমপ্লেক্সের অধক্ষ্য শুশীল প্রিয়, ভিক্ষু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পাঁচবিবি উপজেলা সভাপতি সুনীল খালকো প্রমুখ।
অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগনের নেতৃবৃন্দ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।