তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এখন সম্ভাবনার রোল মডেল : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫১ পিএম, ১৫ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:১০ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এখন সম্ভাবনার রোল মডেল। বঙ্গবন্ধু কন্যার দুরদর্শী নেতৃত্বেই তলাবিহীন ঝুড়ি থেকে দেশ উন্নয়নশীলতার তকমা পেয়েছে। আমরা চাই, সবাই মিলে সোনার বাংলাদেশ গড়বো। তাই অপরাধ যেন কাউকে ছুঁতে না পারে সেই প্রচেষ্টায় র্যাবের ‘নবজাগরণ : অপরাধকে না বলুন’ প্রকল্প।
আজ বৃহস্পতিবার বিকালে কলাতলীর হোটেলে লংবিচের বলরুমে ‘নবজাগরণ : অপরাধকে না বলুন’ শীর্ষক কর্মশালার সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। গত ২৯শে আগস্ট দুপুরে র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন কর্মশালার উদ্বোধন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নিয়ে প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রীর মূল্যায়ন- জঙ্গি দমনসহ অনেক দিক হতে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। এ পাওনা র্যাবের হাত ধরেই এসেছে। যেখানে অন্যায়, সেখানেই উপস্থিত হয়ে র্যাব এখন আমজনতার আস্থার প্রতীক। প্রধানমন্ত্রী অপরাধ নিয়ে জিরো টলারেন্সের কথা বলেছেন। সেই পথে হেঁটে সফলতা পেয়েছে র্যাব। অপরাধ যেই করুক- আইনের হাত থেকে বাঁচতে পারবে না, র্যাবের সেই ম্যাসেজ তৃণমূলেও পৌঁছে গেছে।
আমরা জঙ্গিদের ধরেছি, পুনর্বাসনও করেছি। কক্সবাজার বিশ্ব পর্যটনের তীর্থস্থান। এখানে দেশ-বিদেশ হতে পর্যটকরা আসছেন। কিন্তু এখানে এসে যদি সর্বাত্মক আনন্দ না পায় তাহলে পর্যটন নিয়ে তারা হতাশ হয়। এসব ঘটনা বিশ্ব পর্যটন বিকাশে অন্তরায়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে মৃত্যুর মুখে পড়ে সীমান্তে চলে আসা রোহিঙ্গাকে মানবিক আশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী। এরপর হতে আমরা নানা সমস্যা মোকাবিলা করছি। তবে, আমাদের প্রত্যাশা রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন হবে।
সমাপনীতে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, অপরাধী হিসেবে কেউ জন্ম নেয় না- পরিস্থিতি তাকে অপরাধী করে তোলে। শুধু অপরাধ দমন নয়, নানা কর্মমুখী পরিকল্পনায় অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রচেষ্টাও অব্যহত রেখেছে র্যাব।
র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, অপরাধে জড়ানোর ঝুঁকিতে থাকা কক্সবাজারের ৩৬ তরুণ-তরুণীকে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ দিয়েছে র্যাবের নতুন প্রকল্প 'নবজাগরণ’। কক্সবাজার থেকে শুরু হলেও পর্যায়ক্রমে দেশের বিভিন্ন প্রান্তে অপরাধ ঝুঁকিতে থাকা লোকদের চিহ্নিত করে এ প্রকল্পের আওতায় এনে স্বাভাবিক জীবনযাপনের জন্য উৎসাহিত করবে র্যাব।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রশিক্ষণ পাওয়া তৌহিদুল ইসলাম তৌহিদ, শায়েকা আকতার মুক্তা, ডিআইজি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, মেয়র মুজিবুর রহমান, এসপি মাহফুজুল ইসলাম, সায়মন বিচ হোটেলের এমডি মাহবুবুর রহমান প্রমূখ।