মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া গোলা পড়লো বাংলাদেশে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৯ পিএম, ৩ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৮:০১ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
এবার বাংলাদেশ সীমান্তে গোলা ছুড়েছে মিয়ানমারের সেনাবাহিনী। তাদের যুদ্ধবিমান থেকে ছোড়া ২টি গোলা এসে পড়েছে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে। বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১ এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটেছে।
আজ শনিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় গোলা দুটি বাংলাদেশ সীমানায় পড়ে।
স্থানীয়রা বলেন, তুমরু সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। এক বিবৃতিতে বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানিয়েছেন, শনিবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলীর বিজিবির বিওপির (সীমান্ত চৌকি) আওতাধীন সীমান্ত পিলার ৪০ ও ৪১ নম্বর মাঝামাঝি এলাকায় ঢুকে পড়ে এসব যুদ্ধ বিমান। এ সময় যুদ্ধবিমান থেকে আনুমানিক আট-থেকে ১০টি গোলা এবং হেলিকপ্টার থেকে ৩০ থেকে ৩৫টি ফায়ার করতে দেখা গেছে। যুদ্ধবিমান থেকে ফায়ার করা দুটি গোলা ৪০ নম্বর সীমান্ত পিলার ১২০ মিটার বরাবর বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে।”
নো ম্যান্সল্যান্ডের বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে সীমান্তের ওপারে মিয়ানমারে দফায় দফায় গুলিবর্ষণের আওয়াজ পাওয়া যাচ্ছে। নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আজিজ বলেন, সকাল থেকে তুমরু সীমান্ত এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার উড়তে দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছে।