চাল-গমসহ ৯টি পণ্যের দাম নির্ধারণ করবে সরকার : বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৫ পিএম, ৩০ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:২০ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘পণ্যের দাম সরকার নির্ধারিত দামের চেয়ে কেউ বেশি নিলে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে শুধু জরিমানা নয়, আমরা ঠিক করেছি ভোক্তা অধিকার এবং প্রতিযোগিতা কমিশন মামলা করবে। এই মামলায় সাজা হিসেবে ৩ বছরের জেল হতে পারে।’
আজ মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য নিয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
টিপু মুনশি বলেন, ‘ভোজ্য তেলের মতো চাল, চিনি, ডাল, চা পাতা, রড, সিমেন্টসহ মোট ৮-৯টি পণ্যের দাম নির্দিষ্ট করে দেবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। ট্যারিফ কমিশন এখন থেকে এসব পণ্যের যে ন্যায্য দাম হওয়া উচিত সেটা নির্ধারণ করে দেবে। ট্যারিফ কমিশনের কর্তৃপক্ষকে বলা হয়েছে, সব আইটেমগুলো ১৫ দিনের মধ্যে হিসাব করে এটা বাজারে জানিয়ে দেওয়া হবে, দিস ইস দ্য প্রাইস।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভোজ্য তেলের দাম আমরা যেভাবে নির্ধারণ করি তেমনিভাবে অন্যগুলো নিয়েও ব্যবসায়ী, আমদানিকারক, ব্যবসায়ী নেতারা এফবিসিসিআইসহ সবাইকে নিয়ে বসে যৌক্তিক মূল্য নির্ধারণ করা হবে। এই মূল্য বাজারে জানিয়ে দেওয়া হবে, এই দামেই বিক্রি হতে হবে। এর চেয়ে বেশি নিলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’