সহকারী অ্যাটর্নি জেনারেল মারুফাকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৮ পিএম, ৩ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:৩৮ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য সহকারী অ্যাটর্নি জেনারেলের (এএজি) পদ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মারুফা আকতারকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মারুফা আকতারকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে আইন মন্ত্রণালয়ের ২০১৭ সালের ১৯ অক্টোবর ৯ সলিসিটর/ ২০০৯-৮৬ নং স্মারকে নিয়োগ দেয়া হয়। ওই নিয়োগ আদেশ বাতিলক্রমে তাকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ হতে অব্যাহতি দেয়া হলো।