ধর্মান্ধ, প্রতিক্রিয়াশীল চক্র পাঠ্যবই নিয়ে অপবাদ ছড়াচ্ছে : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৭ এএম, ২৩ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৩৪ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ধর্মান্ধ, প্রতিক্রিয়াশীল চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পাঠ্যবই নিয়ে নানা অপবাদ ছড়াচ্ছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, পাঠ্যপুস্তক থেকে কিছুই বাদ দেয়া হয়নি, এমনকি সংযোজনও করা হয়নি। একজন সংসদ সদস্য জাতীয় সংসদে এই নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন, তা-ও প্রত্যাহার করে নেয়ার কথা জানান তিনি।
আজ শনিবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
দেশের চরাঞ্চলে শিক্ষার বিস্তার ও শিক্ষক নিয়োগ আরও গতিশীল করতে নানা ধরনের উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, মানসম্মত শিক্ষার জন্য চরাঞ্চলে শিক্ষক পাওয়া যায় না। সে বিষয়টি মাথায় রেখে এখন নানা রকমের অডিও কনটেন্ট তৈরি করা হচ্ছে। যাতে চরের শিক্ষার্থীরা কোনো অবস্থায় পিছিয়ে পড়তে না পারে।
দীপু মনি বলেন, চরাঞ্চলে উপযুক্ত শিক্ষক নিয়োগ এবং অবকাঠামো নির্মাণে সরকার কাজ করে যাচ্ছে।
এ সময় চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে নদীভাঙনের শিকার ১০১টি পরিবারের সদস্যদের হাতে আর্থিক চেক তুলে দেন তিনি। এতে প্রায় ৫৬ লাখ টাকা দেয়া হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারি প্রমুখ।
পরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন।