ছাত্রী শ্লীলতাহানির ঘটনায় চবির ক্লাস বর্জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৬ এএম, ২১ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:২৪ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ছাত্রী শ্লীলতাহানির ঘটনায় ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থীরা অবস্থান নেন ভিসির কার্যালয়ের সামনে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ করেন তারা। পরে মিছিল নিয়ে অবস্থান নেন ক্যাম্পাসের জয় বাংলা চত্ত্বরের সামনে। দুপুরে জয় বাংলা চত্ত্বরে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন করার কথা রয়েছে।
বিক্ষোভকারী রসায়ন বিভাগের শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ কিছু দিন ধরে পরপর ছাত্রী শ্লীলতাহানির ঘটনায় কয়েকটি ঘটনা ঘটেছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন এর কোনো সঠিক বিচার করছে না। বিপরীতে ঘটনাগুলোকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। আমরা আমাদের নিজেদের ক্যাম্পাসেই নিরাপদ নয়। আমরা ক্যাম্পাসে আমাদের সার্বিক নিরাপত্তা চাই। সেই সাথে ছাত্রী শ্লীলতাহানির ঘটনা তদন্তপূর্বক সঠিক বিচার চাই।
এর আগে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে চার দফা দাবিতে বুধবার দিবাগত রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন ছাত্রীরা। এ সময় চার দফা দাবি মেনে নেয়ার শর্তে আন্দোলন থেকে সরে আসেন ছাত্রীরা।
এদিকে, এই ঘটনায় জড়িতদের এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন। এ ঘটনায় অজ্ঞাত ৫ জনকে আসামি করে মামলা হয়। গত রোববার রাতে প্রীতিলতা হলের পাশে ওই ছাত্রী শ্লীলতাহানির শিকার হন বলে মামলায় বলা হয়েছে।