মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৫ এএম, ১৮ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ০৬:৫৫ পিএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
জ্বালানি তেলের লোকশান কমাতে ডিজেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আজ থেকে বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তিনি জানান, বিদ্যুৎ বিতরণ হবে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের মাধ্যমে। রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতেও তাগিদ দিয়েছেন জ্বালানি উপদেষ্টা।
আজ সোমবার (১৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা থেকে জানানো হয়, আগামীকাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ। সরকারি-বেসরকারি অফিস ভার্চুয়ালি করারও সিদ্ধান্ত হয়েছে সভায়।
এছাড়া সরকারি-বেসরকারি অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনার চিন্তাও করা হচ্ছে, তবে এখনও চূড়ান্ত হয়নি।
সভায় আরও উপস্থিত ছিলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন।