২৪ ঘণ্টায় সড়কে ঝরলো ২৫ জনের প্রাণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৩ পিএম, ১৬ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৮:৩৫ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। এরমধ্যে টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় মা ও দুই সন্তানসহ ৭ জন, বগুড়ার কাহালু ও শেরপুরে ৮ জন, পাবনায় পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী এক পরিবারের ৩ জন, সিরাজগঞ্জে ৩ জন, গাজীপুরে ২ জন, ফটিকছড়িতে একজন ও কাওরান বাজারে একজন মারা যান। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট :
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, ঈদে আত্মীয় বাড়ি বেড়াতে গিয়েছিলো ১ম শ্রেণির ছাত্রী সাদিয়া ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সুমন। ঈদ শেষে মায়ের সাথে বাড়ি ফিরছিলো ওরা। কিন্তু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা অংশের দুর্ঘটনাময় সেই মহাসড়ক পার হতে পারলো না ওরা। উত্তরবঙ্গগামী দ্রুতগতির একটি বাস পিষ্ট করে যায় ওদের। শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এদিকে এ সড়ক দুর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে স্থানীয় এলাকাবাসী। মহাসড়কের ওই অংশে আন্ডারপাসের দাবিতে ওই অবরোধ স্থায়ী হয় দুই থেকে আড়াই ঘন্টা। এর আগে টাঙ্গাইলের মির্জাপুরে থেমে থাকা বালুবোঝাই একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৪ বাসযাত্রী নিহত ও আরও অন্তত ৯ জন আহত হয়েছেন। গতকাল শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর অংশের দুল্যা মুনসুর নামকস্থানে এই দুর্ঘটনার ঘটনাটি ঘটে।
বগুড়া থেকে জানান, বগুড়ার কাহালু ও শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। শনিবার সকাল ও শুক্রবার (১৫ জুলাই) বিকেলে এসব দুর্ঘটনা ঘটে। বগুড়ার কাহালুতে প্রাইভে টকার ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন। শনিবার সাড়ে ৮টার দিকে কাহালুর দরগাহহাট এলাকার সজল ফ্যাক্টরির সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নওগাঁর ধামইরহাটের তানছের আলী (৬০), তার ছেলে টগর আলী (৩৫), মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান (৩৫) এবং প্রাইভেটকারের চালক পত্নীতলা এলাকার মান্নুর ছেলে সুমন (৩০)। এতে শাকিল (২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। এদিকে বগুড়ার শেরপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের চালকসহ অন্তত ৮ যাত্রী। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা মশিউর রহমান (৩৫), তার স্ত্রী বিলকিস বেগম (৩০), নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শহিদুল ইসলামের স্ত্রী ফেন্সি বেগম (৪০) ও বাসচালক গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কোব্বাত আলীর ছেলে সুজন মিয়া (৩০)। এদের মধ্যে তিনজনই পোশাক শ্রমিক। ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরছিলেন তারা।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগেঞ্জের তাড়াশে বাস ও দুটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। শনিবার দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার খালকুলা দবিরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস দুপুরের দিকে খালকুলা দবিরগঞ্জ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হয় একজন। নিহতরা সবাই বাসের যাত্রী ছিলেন।
স্টাফ রিপোর্টার, পাবনা থেকে জানান, পাবনার সাঁথিয়ায় পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে। নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার জালাপুর গ্রামের রুস্তম আলীর ছেলে জুয়েল (৩০), রবি চানের ছেলে সুরুজ্জামান (৩৯) অপরজন উভয়ের চাচা জুরান মোল্লার ছেলে মতিন (৬০)। নিহতরা একই পরিবারের আপন চাচা-ভাতিজা।
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, গাজীপুরের পূবাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিন জন। নিহতদের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফটিকছড়ি প্রতিনিধি জানান, ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে দুইজন। সকাল সাড়ে ৭টার সময় গহিরা-হেঁয়াকো সড়কের মির্জারহাটের কোর্টবাড়িয়া এলাকায় পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শারমিন আকতার (২৬) নামে এক গৃহবধূ নিহত হন। এ ঘটনায় মোবারক হোসেন (৯) ও চম্পাকলি (১১) নামে আরো ২ জন গুরুতরভাবে আহত হয়েছে। আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পিকআপ চালককে পুলিশ আটক করে।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল ফারুকী জানান, ঘাতক চালক মো. হাশেম (৪৫), পিতা- মৃত মো. হারেছ, সাং পানুয়া, ইউনিয়ন বাগানবাজারকে মুল আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এদিকে মেডিকেল রিপোর্টার জানান, রাজধানীর সোনারগাঁও হোটেলের পাশে পান্থকুঞ্জ পার্কের কোনায় দ্রুতগামী অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে ইব্রাহিম বিশ্বাস (২৪) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার ভোরের দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহাবুদ্দিন জানান, আমরা খবর পেয়ে সোনারগাঁও হোটেলের পাশে পান্থকুঞ্জ পার্কের কোণায় রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পাই। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আশেপাশের লোকজনের মুখে জানতে পারি নিহত যুবক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওই গাড়িতেই পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার উত্তর সাললায়। তার পিতার নাম মো. সান্টু বিশ্বাস।