সাবেক বিচারপতি ও ভাষাসৈনিক কাজী এবাদুল হক আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৮ এএম, ১৫ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ০৭:১১ এএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কাজী এবাদুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।
গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর শমরিতা হাসপাতালে তার মৃত্যু হয়।
বিচারপতি এবাদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিচারপতি কাজী এবাদুল হক ২০১৬ সালে একুশে পদকে ভূষিত হন। তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি কাজী জিনাত হকের বাবা।
আজ শুক্রবার (১৫ জুলাই) বাদ জুমা সুপ্রিম কোর্টের মূল ভবনের ভেতরের প্রাঙ্গণে বিচারপতি কাজী এবাদুল হকের জানাজা হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
কাজী এবাদুল হক ১৯৩৬ সালে ফেনীতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালে ফেনীতে ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৫৪-৫৫ সালে তিনি ফেনী ভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন।