খারাপ কাজে খবরের শিরোনাম হতে চাই না : আইজিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৬ পিএম, ৩০ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:৩২ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
‘আমরা কোনো খারাপ কাজ করে খবরের শিরোনাম হতে চাই না, আমাদের সাফল্য গাঁথার মাধ্যমে সংবাদের শিরোনাম হতে চাই।’ বলে মন্তব্য করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
আজ বৃহস্পতিবার (৩০ জুন) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ১৬৪ তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আইজিপি আরও বলেন, ‘তোমরা যারা আজ পুলিশ বাহিনীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলে সবাইকে চাকরি নয়, মানব সেবায় নিজেদেরকে বিলিয়ে দেওয়ার মানসিকতা তৈরী করতে হবে। পুলিশ জনগণের বন্ধু- এই চিরচেনা বাক্যটির সাথে সামঞ্জস্য রেখে তোমাদের পেশাগত দায়িত্ব পালন করবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তোমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত টিআরসি ব্যাচের প্রশিক্ষণ কুচকাওয়াজে আরও উপস্থিত ছিলেন একাডেমির প্রিন্সিপ্যাল আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বেগম জীশান মীর্জা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ কে এম এমরান হোসেন ভূঞাসহ উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তাসহ রাজশাহী বিভাগের উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
এর আগে আইজিপি বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ১৬৪তম টিআরসি ব্যাচের ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য দেন। এ সময় একাডেমির প্রিন্সিপ্যাল আবু হাসান মুহম্মদ তারিক তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার প্রদান করেন ড. বেনজীর আহমেদ। ৬ মাস মেয়াদী প্রশিক্ষণরত টিআরসিদের মধ্য আইন বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি নির্বাচিত হন বিশাল এবং মাঠ বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি হয়েছেন মো. সিয়াম সিদ্দিকী সাগর।
এবারের প্যারেডে মোট ৪৫৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।