বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৫ পিএম, ৩০ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:৫০ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে ‘জাতিসংঘ ট্রান্সফর্মিং এডুকেশন’ শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, বাংলাদেশের পুরো শিক্ষাক্রমে আমূল পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। যেখানে শুধু পাঠ্যক্রম আর শ্রেণিকক্ষের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না শিক্ষা কার্যক্রম।
প্যারিসের ইউনেস্কোর সদর দফতরে অনুষ্ঠিত জাতিসংঘ ট্রান্সফর্মিং এডুকেশন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি । তিনি ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রীরা এ সামিটে অংশগ্রহণ করেন। এতে নিজ নিজ দেশের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা করেন তারা।
পরে সাংবাদিকদের সঙ্গে সম্মেলনের বিভিন্ন বিষয়ে কথা বলেন দীপু মনি। তিনি বলেন, শিক্ষার্থীরা যা শিখবে, তা যেন তারা প্রয়োগ করতে পারে, সে শিক্ষাই দেয়া হচ্ছে।
এ সময় তিনি বাংলাদেশের নারীশিক্ষার অগ্রগতি ও সম্প্রতি শিক্ষক হত্যাকাণ্ডের বিষয়েও কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ভিডিওবার্তায় শিক্ষাকে রূপান্তরের জন্য জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।