আদি বুড়িগঙ্গা চ্যানেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে : স্থানীয় সরকার মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৭ পিএম, ২৯ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:৩৮ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
আদি বুড়িগঙ্গা দখল করে নির্মাণ করা রাজধানীর লালবাগ থানা ভবনসহ সব স্থাপনা সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, রাজধানী ঢাকা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নগরীর পরিবেশের অবস্থা যত বেশি উন্নত করা যাবে, ততো বেশি বাংলাদেশের সুনাম সারা বিশ্বে সম্প্রসারিত হবে। ঢাকা শহরকে সুন্দর করতে আমাদের কিছু সুযোগ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য আমাদের খাল ও নদীগুলোর সংস্কার করা। ইতিমধ্যে এসব কাজ শুরু হয়েছে। থানা, বাড়ি বা যেকোনো প্রতিষ্ঠানই হোক না কেন- আদি বুড়িগঙ্গা খননকাজে যদি সেটি অপসারণের দরকার হয়, তাহলে সেই কাজে কারও প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করা হবে না।
আজ বুধবার (২৯ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৪ নম্বর ওয়ার্ডের শহীদ নগর এলাকায় আদি বুড়িগঙ্গা চ্যানেল খনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, খালগুলো সংস্কার করা হবে। এ কাজে কারও ব্যক্তিগত সম্পদ নষ্ট করা সরকারের ও মেয়রদের উদ্দেশ্য নয়। দুই-একজন যারা অনৈতিক সুবিধা নিচ্ছেন, তারা হয়তো এটি আর পাবেন না। আমাদের দুর্ভাগ্য, তাদের প্রতি অনুশোচনা করা ছাড়া আর কিছু নেই। আমরা মনে করি, অবৈধ খাল উচ্ছেদে ঢাকা শহরের অবস্থার উন্নতি হবে।
এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, কিছু স্বার্থান্বেষী মহল এই আদি বুড়িগঙ্গা ভরাট করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন, আমরা সেগুলো মেনে কাজ করছি। প্রথমেই আদি বুড়িগঙ্গার পূর্ণ খনন কাজ হাতে নেয়া হয়েছে। আমরা নিজ অর্থায়নে এ কাজটি শুরু করতে যাচ্ছি। প্রায় ২ হাজার ৭০০ মিটার আদি বুড়িগঙ্গা আমরা খনন করব।