প্রমাণ হয়েছে বাংলাদেশও পারে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৩ পিএম, ২৬ জুন,রবিবার,২০২২ | আপডেট: ১০:৩১ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সবাইকে উচ্চশিক্ষার সুযোগ দেয়ার লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যেতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধান বলেন, পদ্মা সেতুর চ্যালেঞ্জ বাস্তবায়ন করে বাংলাদেশ দেখিয়েছে: আমরাও পারি।
আজ রোববার (২৬ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২২-এ সেরা মেধাবীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলার সময় শিক্ষাক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৩ সালে তিনি মঞ্জুরি কমিশন গঠন করেন। কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় অনেক উদ্যোগ গ্রহণ করেন। ১৯৭৪ সালে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা এবং আণবিক শক্তি গবেষণা কমিশনও গঠন করেন। তিনি বিজ্ঞান শিক্ষা ও কারিগরি শিক্ষার ওপর বিশেষ জোর দিয়েছিলেন। বঙ্গবন্ধু আমাদের দেশের উপযুক্ত একটি শিক্ষা কমিশন, কুদরাত-এ-খুদাকে প্রধান করে একটি কমিশন গঠন করেন। কিন্তু ’৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর সেই কমিশনের রিপোর্ট আর আলোর মুখ দেখেনি।
শেখ হাসিনা বলেন, ‘দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। সরকার গঠনের পর আমাদের প্রচেষ্টা ছিল, সব ক্যাম্পাসে শিক্ষার একটা পরিবেশ সৃষ্টি করা। শিক্ষাকে আধুনিকায়ন করাসহ বিভিন্ন বিষয়ে আমরা পদক্ষেপ নিই। এর পাশাপাশি গবেষণার ওপর আমি গুরুত্ব দিই।’
তিনি বলেন, ‘সাফল্য অর্জন করতে হলে একটা সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করেই অগ্রসর হতে হবে। লক্ষ্য স্থির ছাড়া উন্নতি করা যায় না। ২০১০ সালে আমরা সমন্বিত শিক্ষা নীতি প্রণয়োন করে বাস্তবায়ন করি।’
এ সময় বঙ্গবন্ধুকন্যা আরও বলেন, ‘মেধা অন্বেষণ একটি চমৎকার ব্যবস্থা। এর মধ্য থেকে অনেক সুপ্ত জ্ঞান বেরিয়ে আসবে, যা আমাদের দেশের আগামী দিনের উন্নয়নে কাজে লাগবে। বিজ্ঞানচর্চা ও প্রযুক্তি জ্ঞানের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব।’
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদসহ সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।