“বাংলাদেশের সৌহার্দ্য ও সম্মান” খেতাব রাষ্ট্রপতিকে সম্মাননা স্মারক দেয়ার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪২ পিএম, ২৩ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:৫৭ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
দেশ উন্নয়নে এবং মানুষের কল্যাণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টিতে অসামান্য অবদান রাখায় রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশবাসীর পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ “বাংলাদেশের সৌহার্দ্য ও সম্মান” সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশকে কলহ-দ্বন্দ্ব-সংঘাত-সন্ত্রাসমুক্ত সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি ও বন্ধুত্বের পরিবেশ সৃষ্টির সহযোগিতায় সামাজিক সংগঠন বাংলাদেশ বন্ধু সমাজের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সম্মাননা স্মারকটি রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেয়ার ঘোষণা দেন বাংলাদেশ বন্ধু সমাজের সভাপতি এফ. আহমেদ খান রাজীব।
দেশ ও মানব কল্যাণে কাজ করার জন্য দেশবাসীর পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এমন মন্তব্য করে এফ. আহমেদ খান রাজীব বলেছেন, দেশ ও মানব কল্যাণে কাজ করার জন্য মানুষজাতির পক্ষে একযোগে কৃতজ্ঞতা প্রকাশের প্রত্যাশা বাস্তবায়নে পৃথিবীতে একটা বিশেষ দিবস থাকা অত্যাবশ্যকীয়। সেই বিশেষ দিবসটি হওয়া উচিত ‘কৃতজ্ঞতা প্রকাশ দিবস’। যার জন্য বছরের শেষ দিনটিই যথাযথ। সেই লক্ষ্যে ২০২০ সাল থেকে মহান আল্লাহর আদেশ পালনে পৃথিবীর সূচনায় বাংলাদেশ হতে ৩১ ডিসেম্বর দিনটি ‘কৃতজ্ঞতা প্রকাশ দিবস’ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাস্তবায়নে পালন করে আসছে বাংলাদেশ বন্ধু সমাজ। পাশাপাশি দেশবাসীকেও ৩১ ডিসেম্বর দিনটি ‘কৃতজ্ঞতা প্রকাশ দিবস’ হিসেবে পালন করার আহ্বান জানানো হচ্ছে। ইতিমধ্যে দেশ ও মানব কল্যাণে অসামান্য অবদান রাখার জন্য এই ‘কৃতজ্ঞতা প্রকাশ দিবস’-এ দেশবরেণ্য ১০০ জন ব্যক্তিকে কৃতজ্ঞতা সম্মাননা পদক উপহার দেয়ার ঘোষণাও দেয়া হয়েছে। আজ আমরা রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ স্থাপনে অসাধারণ অবদান রাখায় দেশবাসীর পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ “বাংলাদেশের সৌহার্দ্য ও সম্মান” সম্মাননা স্মারক দেয়ার ঘোষণা দিলাম। বিশ্বাস করি খুব শিগগিরই সম্মাননা স্মারকটি যথাযথভাবে রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিব। অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন এস.এম আমান উল্লাহ্ মো. হাবিবুর রহমান, প্রফেসর ড. শহীদ মঞ্জু, ড. শরীফ সাকি, মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।