বাংলাদেশ ব্যাংকের চতুর্থতলায় আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৭ পিএম, ২০ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০৭:০২ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের চতুর্থতলায় আগুনের ঘটনা ঘটেছে।
আজ সোমবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে পাশে থাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। মতিঝিল টহল ইউনিট আগুন নেভাতে তাৎক্ষণিক কাজ শুরু করে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। মোট ৪টি ইউনিটের চেষ্টায় ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিক আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলেও জানান তিনি।