জনশুমারির ফল গবেষণার কাজেও ব্যবহার করা যাবে : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৭ পিএম, ১৫ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ১১:১৩ পিএম, ৬ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের কত সংখ্যক মানুষ নিরক্ষর এবং শিক্ষিত তা চলমান জনশুমারির মধ্য দিয়ে নিশ্চিত হওয়া যাবে। এছাড়া ডিজিটাল পদ্ধতির এই শুমারির ফল গবেষণার কাজেও ব্যবহার করা যাবে। তিনি আরও বলেন, শিক্ষাক্ষেত্রের নানা পরিকল্পনায়ও এটি সহায়ক ভূমিকা পালন করবে।
আজ বুধবার (১৫ জুন) সকালে চাঁদপুর শহরে নিজ বাসভবনে নিজের নাম পরিচয় ও ঠিকানা জনশুমারিতে লিপিবদ্ধ করা এবং জেলায় এই কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সারাদেশের মতো চাঁদপুরেও শুরু হওয়া সপ্তাহব্যাপী এই জনশুমারিতে প্রায় ৭ হাজার কর্মী কাজ করছেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
অন্যদিকে, জনশুমারিকে সফল করতে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়। পরে এটি সদর উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা অংশ নেন।