এমপি বাহারকে এলাকা ছাড়তে বলা মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩১ পিএম, ১৪ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:৫২ এএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দীন বাহারকে এলাকা ছাড়তে বলে নির্বাচন কমিশন (ইসি)। তবে বাহারকে এলাকা ছাড়তে বলার নির্দেশ তার মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ মঙ্গলবার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
বিশ্ব রক্তদাতা দিবস পালন ও স্বেচ্ছায় রক্তদাতাদের সন্মাননা প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে কোয়ান্টাম ফাউন্ডেশন। দিবসটির এবারের প্রতিপাদ্য- রক্তদান সংঘবদ্ধতার প্রকাশ, এ কাজে যুক্ত হোন, জীবন বাঁচান।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘তিনি (এমপি বাহার) শুধু সেখানকার এমপিই নন, তিনি কুমিল্লা সিটি করপোরেশনের একজন ভোটার ও জন্মসূত্রে স্থায়ী নাগরিক। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ঢাকার সকল এমপিদের ঢাকা ছেড়ে চলে যেতে হয়? ইউরোপ, আমেরিকা, দক্ষিণ এশিয়া, চীন, জাপানসহ কোনো দেশে এমন ব্যবস্থা বা আইন নেই। নির্বাচন কমিশন একজন এমপিকে এভাবে বলতে পারেন না।’
মন্ত্রী বলেন, ‘আমাদের অবকাঠামোগত উন্নয়ন করার পাশাপাশি মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রতি সচেষ্ট থাকতে হবে। কোয়ান্টাম ফাউন্ডেশনের রক্তদান কার্যক্রমগুলো আরও প্রচার করে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে, যাতে অন্যরাও মানবিক কাজে উৎসাহিত হয়।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমদ। এতে বিশেষ অতিথি ছিলেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।