দেশের ইতিহাসের উৎসবমুখর অনুষ্ঠান হবে পদ্মায় : নৌপ্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৩ পিএম, ১১ জুন,শনিবার,২০২২ | আপডেট: ১০:২৮ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে এমন উৎসবমুখর অনুষ্ঠান কোনোদিন হয়নি, যা ২৫ জুন হতে যাচ্ছে।’
আজ শনিবার (১১ জুন) সকালে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ির ইউনিয়নের বাংলাবাজার ঘাট এলাকায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।
এ সময় খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে ঘিরে বিভিন্ন দফতর থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে, তা বাস্তবায়নে কাজ চলছে।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে ৩ শতাধিক লঞ্চ বাংলাবাজার ঘাটে আসবে। সেগুলো কীভাবে নোঙর করা হবে, সেসব বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। জনগণকে কিভাবে সঠিক সেবা দেয়া যায়, সেটার পদক্ষেপ নেয়া হয়েছে।
খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, বাংলাবাজার ও শিমুলিয়া এই দুই ঘাটের শ্রমিকরা যাতে কর্মহীন না হয়ে পড়ে সে ব্যাপারেও শেখ হাসিনার সরকার উদ্যোগ গ্রহণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।