যারা এক মিল খেত এখন তারা দুই মিল খান : কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৯ পিএম, ১০ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ১২:২২ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘মানুষের আয় কিন্তু বেড়েছে। সে কারণে আগে যারা এক মিল খেত এখন তারা দুই মিল খান। খাদ্যে আমরা অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। খাবারের জন্য দুর্ভিক্ষ, হাহাকার- এসব হবে না, ইনশাআল্লাহ।’
আজ শুক্রবার রাজধানীতে ওসমানী মিলনায়তনে ২০২২-২৩ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের চিকন চাল খাওয়ার প্রবণতা বেড়েছে। সেই চালের দাম বর্তমানে ৬৫-৬৬ টাকা। কিছু কিছু ক্ষেত্রে ৭০ টাকাও হতে পারে। অথচ মোটা চালের দাম ৪৩ থেকে ৪৬ টাকা। দুই মাসে এই চালের দাম কিন্তু বাড়েনি। গ্রামবাংলার ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ, অর্থাৎ একটা বিশাল জনগোষ্ঠী চাল খায়। চাহিদা মিটিয়ে সরকার এসব মানুষকে সহযোগিতা করে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে কৃষকরা পিয়াজ, আলুর দাম কম বলে বিক্রি করতে পারছে না। মুরগির দাম কম থাকায় সমস্যায় পড়ছে খামারিরা। দেশে সেরকম হাহাকার নেই। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে গমের আমদানি কমেছে। সেজন্য চালের ওপর চাপটা বেড়েছে।’
এসময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।