প্রস্তাবিত বাজেটে অনেক কঠিন সময় অতিক্রম করতে হবে : অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১০ পিএম, ১০ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:৪৭ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অনেক কঠিন সময় অতিক্রম করতে হবে। এই অর্থবছরে অনেক চড়াই-উৎরাই আসবে। তবে এবারের বাজেট বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি আগের তুলনায় অনেক শক্তিশালী হবে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থ বিদেশে পাচার হচ্ছে। তবে কী পরিমাণ অর্থ পাচার করা হয়েছে, তা বলা যাচ্ছে না।
বিদেশ থেকে টাকা দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী বলেন, টাকা দেশে নিয়ে এলে প্রশ্ন করা হবে না।
এসময় তিনি দেশীয় উৎপাদিত মোবাইল, ল্যাপটপের দেশীয় বাজার ধরতে এসব পণ্য আমদানিতে নিরুৎসাহিত করেন।
বৃহস্পতিবার (৯ জুন) পেশ করা ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। এটি অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি চতুর্থ বাজেট এবং বাংলাদেশের ৫১তম বাজেট।
পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ২০তম বাজেট হলেও ২০০৮ সাল থেকে বর্তমান সরকার টানা বাজেট দিয়ে যাচ্ছে।