প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৬ পিএম, ৯ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:৩৬ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
আগামী ২০২২-২০২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপনের জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১২টার পর জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠক হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ অনুমোদন দেয়া হয়।
এরপর বাজেট সংসদে উপস্থাপনের অনুমতি দিয়ে সম্মতিসূচক স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। বাজেট অধিবেশন উপলক্ষে আজ সংসদ ভবনে রাষ্ট্রপতির দফতরে অফিস করেন মোঃ আব্দুল হামিদ।
আজ বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এর পরই রীতি অনুযায়ী অর্থমন্ত্রীকে সাথে নিয়ে সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে দুপুর ১২টার দিকে বাজেট পেশ করতে লাল ব্রিফকেস হাতে সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এবারের প্রস্তাবিত বাজেটের আকার ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। এটি বর্তমান সরকারের ২৩তম, বাংলাদেশের ৫১তম এবং বর্তমান অর্থমন্ত্রীর চতুর্থ বাজেট।
অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে প্রায় ছয় লাখ ৮০ হাজার কোটি টাকা। প্রস্তাবিত এ বাজেটে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে সাত দশমিক পাঁচ শতাংশ। এতে মূল্যস্ফীতি পাঁচ দশমিক পাঁচ শতাংশ হতে পারে।